ডায়েবেটিসে চোখের কি ক্ষতি হয়?


ডায়েবেটিস রোগীরা রোজা রাখতে পারবেন, যদি না কিডনি ও চোখের সংশ্লিষ্টতা বেশি হয়।

এদেশের শতকরা ৯০ ভাগ রোগীর টাইপ ২ প্রকারের। কিডনিতে নেফ্রপ্যাথী ও চোখে হয়। রেটিনোপ্যাথী ডায়েবেটিস হলে চোখে আর যে সমস্ত সমস্যা হতে পারে তা হলো চোখের আভ্যন্তরে রক্তক্ষরণ, চোখের পাতায় গোটা ওঠা, আইরিসে নতুন রক্তনালী হওয়া, চোখের ঘন ঘন চশমা পরিবর্তন, চোখে ছানি পড়া, ঘোলা বা কম দেখা, চোখের ম্যাকুলায় পানি জমা, ব্লাডসুগার কমলে হাইপারমেট্রোপিয়া ও ব্লাডসুগার বাড়লে মায়োপিয়া বা দূরে দেখতে অসুবিধা হয়।

চোখের মাংসপেশীসমূহ অবশ হতে পারে যদি ডায়েবেটিস কন্ট্রোল না করা হয়।

এগুলো ছাড়াও রাতকানা, চোখ ওঠা, কর্নিয়ায় বেবোধ ভাব হওয়া ও ঘা হওয়া, স্কে¬রার প্রদাহ ও রেটিনা ছিঁড়ে যাওয়াও ডায়েবেটিসের সাথে চোখের সম্পৃক্ততা ও মারাত্মক ক্ষতিকর দিক, যাতে যে কেউ অন্ধ হয়ে যেতে পারে। নিয়মিত চক্ষু পরীক্ষা করলে অন্ধত্ব থেকে বাঁচা সম্ভব।


Allrights Reserved | Maintain: 01Soft

Contact Info: