খাদ্যে শর্করা জাতীয় অংশের হজম ও শারীরিক ব্যবহারের ত্রুটির কারণে বহুমূত্র রোগ দেখা দেয়।
শরীরের ইনসুলিন নামক হরমোনের অভাবজনিত কারণে বহুমূত্র রোগ হয়। বহুমূত্র রোগে কখনও কখনও প্রসাবের সাথে গ্লুকোজ যাওয়া, বারেবারে প্রসাব হওয়া ও শরীরে পানিশুন্যতা দেখা দেয়।
বহুমূত্র রোগে চোখের যে সমস্ত জটিলতা দেখা দেয় তা নিম্নরূপ
১. ডায়েবেটিসজনিত রেটিনার রোগ (ডায়েবেটিক রেটিনোপ্যাথী)।
২. রেটিনাতে রক্ত জমাট বাঁধে ও সাদা সাদা প্রদাহজনিত নিঃসরণ দেখা যায়।
৩. ঘনঘন চশমা পরিবর্তন করা।
৪. রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পেলে দৃষ্টি কমে যায় (ইনডেক্স মায়োপিয়া)।
৫. কাছে পড়ার ক্ষেত্রে অতিরিক্ত দুর্বলতা।
৬. অল্প বয়সের রোগীদের ডায়েবেটিসজনিত চোখে ছানি হয়।
৭. চোখ লাল হয় এবং রক্তনালীগুলো প্রসারিত হয়।
৮. আইরিসে পানি জমে।
৯. আইরিসে প্রদাহ হয়, নতুন রক্তনালী তৈরি হয়। মণিতে সাদা ডিমের মতো জমে, রক্তক্ষরণের জন্য চোখে রক্ত জমে ও দৃষ্টি কমে যায়।
১০. রেটিনা ও ভিট্রিয়াসে রক্ত জমাট বাঁধে।
১১. সারা শরীরের সকল স্নায়ুতে দুর্বলতা দেখা দেয়। বিশেষ করে চোখের স্নায়ুগুলোতে।
১২. চোখেরা পাতা, কর্নিয়া ও আইরিসে প্রদাহ হয়।
১৩. রেটিনার প্রধান ধমনী বন্ধ হয়ে যায় এবং ডায়েবেটিস রোগীদের চোখের উচ্চচাপ হওয়ার সম্ভাবনা থাকে।
১৪. ডায়েবেটিস রেটিনোপ্যাথীর কারণে বহু রোগী অন্ধত্ববরণ করে। সুতরাং এই রোগ থেকে মুক্তি পেতে সকল রোগীকে সতর্ক হতে হবে ও নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের সাথে পরামর্শ নেওয়া উচত।