কন্টাক্ট লেন্স


পিএমএমএ দ্বারা তৈরি একপ্রকার লেন্স, যা হালকা-পাতলা এবং সহজেই ব্যবহার করা যায়।

চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক করার জন্য কন্টাক্ট লেন্স ব্যবহার করা হয়। দুই ধরনের কন্টাক্ট লেন্স আছে।

১. শক্ত কন্টাক্ট লেন্স।

২. নরম কন্টাক্ট লেন্স।

সহজেই একজন রোগী যারা চশমা ব্যবহার করে তারা চশমার পরিবর্তে কর্নিয়ার সামনে কন্টাক্ট লেন্স ব্যবহার করতে পারে।

কি কি কারণে কন্টাক্ট লেন্স ব্যবহার করা যায়

  • সৌন্দর্য বৃদ্ধির জন্য নীল, বাদামীসহ বিভিন্ন ধরনের কন্টাক্ট লেন্স ব্যবহার করা হয়।
  • জন্মগত কর্নিয়ার সমস্যা দূর করার জন্য, যেমন কেরাটোকোনাস রোগে এটা ব্যবহার করা হয়।
  • ভারি চশমা ও চশমা জনিত অসুবিধা দূর করার জন্য ব্যবহার করা হয়।
  • হ্রাস দৃষ্টি দূর করার জন্য।
  • এক চোখে এফাকিয়ার সমস্যা দূর করার জন্য।
  • দুই চোখের দৃষ্টিশক্তির ভিন্নতা দূর করার জন্য।
  • এলবিনিজম চিকিৎসায়।
  • চোখের উচ্চচাপ নির্ণয়ের জন্য কন্টাক্ট লেন্স ব্যবহার করা হয়।

 

কন্টাক্ট লেন্স ব্যবহারে সামান্য অসুবিধাসমূহ

চক্ষু বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক চোখের এলার্জি দূর করে লেন্স ব্যবহার করা উচিৎ। অন্যথায় নিন্মলিখিত সমস্যা হতে পারে-

  • অতিরিক্ত চোখের পানি পড়তে পারে।
  • ঘনঘন চোখের পাতা পড়তে পারে।
  • আলোভীতি ও কাঁটা কাঁটা লাগতে পারে।
  • ঝাপসা দেখা যেতে পারে।

তবে অসুবিধার চেয়ে কন্টাক্ট লেন্সের ব্যবহারে সুবিধাই বেশি। সামাজিকভাবে কন্টাক্ট লেন্স অনেক সমস্যা দূর করে।


Allrights Reserved | Maintain: 01Soft

Contact Info: