ডায়াবেটিক রেটিনোপ্যাথি কিঃ


রক্তে চিনির পরিমাণ অতিরিক্ত বেড়ে গেলে বা দীর্ঘকাল অনিয়ন্ত্রিত থাকলে  চোখের ভিতরের রেটিনার সূক্ষ রক্তনালী ক্ষতিগ্রস্থ হয় এবং ক্ষতিগ্রস্থ রক্তনালী থেকে রক্ত, পানি এবং প্রোটিন, চর্বি জাতীয় পদার্থ বের হয়ে আসে, একেই ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে।

রেটিনার ক্ষতির ধরণের উপর নির্ভর করে ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে দুইটি প্রধাণ স্তরে ভাগ করা যায়-

 

Non proliferative Diabetic retinopathy (NPDR) নন  প্রোলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি (এনপিডিআর)

এটি রোগের প্রাথমক পর্যায়। এ পর্যায়ে অনেক ক্ষেত্রেই দৃষ্টি শক্তি স্বাভাবিক থাকলেও ক্ষতিগ্রস্থ রক্তনালী থেকে পানি এবং চর্বি বের হয়ে রেটিনার বিভিন্ন স্তরে জমতে পারে, যার ফলে রেটিনা ফুলে ওঠে। রেটিনার মধ্যভাগকে ম্যাকুলা বলে, যা আমাদের তীক্ষ্ণ দৃষ্টিতে সাহায্য করে। ম্যাকুলাতে পানি অথবা প্রোটিন জাতীয় পদার্থ জমলে তাকে ম্যাকুলোপ্যথি বলে।

 

Proliferative Diabetic retinopathy (PDR), প্রোলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি (পিডিআর)

পিডিআর এই রোগের শেষ পর্যায় যেখান নতুন কিন্তু অস্বাভাবিক রক্তনালী তৈরি হয়। এই ভংগুর রক্তনালীগুলো সহজেই রক্তক্ষরণ করে যাকে ভিট্রিয়াস হেমোরেজ (vitreous hemorrhage) বলে। এই নতুন রক্তনালীর সাথে তৈরি হওয়া ফাইব্রাস জাল (Fibro vascular proliferation) একসময় রেটিনাকে টেনে ছিঁড়ে তুলে ফেলে, একে রেটিনাল ডিটাচমেন্ট (Retinal detachment) বলে যা অন্ধত্ব ঘটায়। এই অস্বাভাবিক রক্তনালী সময়ের সাথে চোখের সামনের দিকে চলে আসে এবং আইরিশে ছড়িয়ে পরে যা চোখের ভিতরের চাপ বাড়িয়ে তোলে। এর ফলে রোগীর চোখে অসহ্য ব্যথা হয় এবং অতিরিক্ত চাপের কারণে চোখের নার্ভ ক্ষতিগ্রস্থ হয়।

 


Allrights Reserved | Maintain: 01Soft

Contact Info: